আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকায় রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩’ কম্পিউটার মেলায় এসেছেন অনেকে। আজ শনিবার মেলার শেষ দিন হওয়ায় অনেকেই অভিভাবকদের সঙ্গে এসেছেন কম্পিউটার-ল্যাপটপসহ বিভিন্ন পণ্য কিনতে।
মেলার আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, মেলায় প্রতিদিন গড়ে ৩০০টিরও বেশি ল্যাপটপ বিক্রি হয়েছে। এ ছাড়া কম্পিউটারটারসহ অন্য প্রযুক্তি পণ্য বিক্রিতেও বেশ ভালো সারা পাওয়া গেছে। এবারের মেলা অন্য সব মেলা থেকে আলাদা। কারণ, মেলা চলাকালীন সময়ে পণ্য কেনার পাশাপাশি যারা আগে আমাদের মার্কেট থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকার কম্পিউটার ও ল্যাপটপ কিনেছেন তাদেরও আমরা পুরস্কার দিয়েছি।
৬ দিনের এবারের মেলায় হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি গেমিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়। মেলায় পৃষ্ঠপোষকতা করছে আসুস, দাহুয়া, এপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো ও এনএসআই।