রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে আগামী ২-৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম প্রযুক্তি মেলা। আর এই উপলক্ষে গত বৃহস্পতিবার সব স্পন্সর প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার-২০২২ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া। এছাড়াও দেশের শীর্ষ প্রযুক্তি পণ্যের পরিবেশক, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সিটিআইটি মেগা ফেয়ার-২০২৩ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, ৬ দিনব্যাপি এবারের মেলায় ক্রেতাদের জন্য নানামুখি আয়োজন থাকবে। ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২৩’ উপলক্ষে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার, ছাড় ও ডিসকাউন্ট। যারা স্পন্সর, তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে।