অচিরেই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ চালু হবে ভিডিও কলিং সুবিধা। নিজের ফোন নাম্বার না দিয়েও প্ল্যাটফর্মের যে কোনো ব্যক্তির সঙ্গে ভিডিও কলের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো।
এক্স’কে একটি এভ্রিথিং অ্যাপে রূপান্তর নিয়ে কথাবার্তা চলছে বেশ কিছুদিন ধরেই। নতুন ফিচারের মাধ্যমে সেই কাজ এগিয়ে নেওয়ারই ইঙ্গিত মিলছে, যেখানে দীর্ঘ ভিডিও কল থেকে শুরু করে আর্থিক লেনদেন ও গ্রাহক সেবাভিত্তিক কনটেন্ট নির্মাতাও থাকবে।
নতুন সুবিধাটি কোম্পানির গ্রাহক বাড়ানোর চাহিদা পূরণ করবে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, অ্যাপল ফেইসটাইম’সহ আরও অনেক পরিষেবা এরইমধ্যে রয়েছে ভিডিও চ্যাটিংয়ের জগতে। তবে কোম্পানিকে নতুন আকার দেওয়ার প্রচেষ্টা চালানো মাস্ক ও ইয়াকারিনোর মূল লক্ষ্য, সাবেক টুইটার নামে পরিচিত সামাজিক মাধ্যমটিতে কেবল টুইট করার সুবিধা রাখার বদলে একে বিভিন্ন মিডিয়া, আর্থিক লেনদেন ও যোগাযোগ ব্যবস্থার হাবে রূপান্তর করা।
লিন্ডা ইয়াকারিনোর মতে, টুইটার রিব্র্যান্ডিংয়ের পেছনে অনেক কাজ করা হয়েছে। এবং শেস পর্যন্ত টুইটার থেকে মুক্তি মিলছে। এটা এমন মুক্তি, যা আমাদের পুরোনো বেঁধে দেওয়া চিন্তা থেকে বের হওয়ার সুযোগ দেবে।