মেরিল-প্রথম আলো পুরস্কারের সঙ্গে বিনোদন-সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘টিকটক’। এর অংশ হিসেবে টিকটক নানা রকম প্রচারণামূলক ইন-অ্যাপ কার্যক্রম চালু করেছে। প্রথমবারের মতো চালু হলো টিকটকে ভোট করার সুযোগ। গত ৯ আগস্ট থেকে টিকটক ব্যবহারকারীরা সামাজিক যোগোযোগের এই মাধ্যম থেকে ‘তারকা জরিপ’–এর সাতটি বিভাগে চূড়ান্ত মনোনয়নের তারকাদের ভোট করতে পারছেন।
মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য টিকটকে স্বতন্ত্র পেজ এবং হ্যাশট্যাগ #MerilProthomAloAward–এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই টিকটক থেকে তাঁদের প্রিয় তারকাদের ভোট দিতে পারবেন। ভোট গ্রহণ চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। টিকটক থেকে প্রাপ্ত ভোট ইতিমধ্যে সম্পন্ন হওয়া কুপন, এসএমএস ও অনলাইন থেকে পাওয়া ভোটের সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত বিজয়ী ঠিক করবে।
ইন-অ্যাপ ভোটিং ক্যাম্পেইনে অংশগ্রহণ ব্যবহারকারীদের মত প্রকাশের সুযোগ দেয়। একই সাথে মেরিল প্রথম আলো পুরস্কার পেতে সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্ধারণ করতে সাহায্য করে। এই বিভাগগুলোর মধ্যে রয়েছে:
সেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা চলচ্চিত্র অভিনেতা
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ/ড্রামা)
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ/ড্রামা)
সেরা নারী গায়িকা
সেরা পুরুষ গায়ক
সেরা অভিষেক
এ প্রসঙ্গে টিকটক দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারের অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। টিকটক বিশ্বের সবচেয়ে প্রিয় একটি বিনোদনমাধ্যম হয়ে উঠেছে। টিকটক এমন দারুণ কিছু কনটেন্ট নিয়ে আসে, যা আগে কখনো দেখা যায়নি। এই পার্টনারশিপের মধ্য দিয়ে অ্যাওয়ার্ডে ভক্তদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং সেখানে তাঁদের অবদান রাখার সুযোগ হয়েছে। আমাদের লক্ষ্য হলো উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে পুরস্কার অনুষ্ঠানের অভিজ্ঞতাকে উন্নত করা।’
ভোট ছাড়াও বাংলাদেশের সবচেয়ে জমজমাট এই তারকা পুরস্কার অনুষ্ঠান ঘিরে আগামী এক মাসের বেশি সময় টিকটকে থাকবে অভিনব সব আয়োজন। পুরস্কার প্রদানের দিন টিকটক অনুষ্ঠান ঘিরে বিশেষ আয়োজন থাকবে। তারকাদের নানান কনটেন্ট বিশেষভাবে প্রচার করবে টিকটক। টিকটক ব্যবহারকারীদের জন্য প্রিয় তারকাদের সঙ্গে যুক্ত হওয়ার এমন সুযোগ আগে কখনো হয়নি বাংলাদেশে। এসব আয়োজন ও মুহূর্তগুলো প্রথম আলো এবং মেরিল-প্রথম আলোর টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত হবে।