বিদেশী ডিভাইস ব্যবহারে কঠোর হচ্ছে চীন

কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য হার্ডওয়্যার ব্যবহার বন্ধের নির্দেশ

বর্তমানে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই অবস্থায় প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনে চীন সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। যার অংশ হিসেবে শুরুতে কম্পিউটার নির্ভর পণ্য ব্যবহার বন্ধে এ নির্দেশ দিয়েছে। মূলত বিদেশী প্রতিষ্ঠান নির্মিত কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য হার্ডওয়্যার ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার। দুই বছরের মধ্যে কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি প্রতিষ্ঠানগুলোকে এটি নিশ্চিত করতে হবে এবং দেশীয় হার্ডওয়্যার ব্যবহার বাড়াতে হবে। চলতি মাসের শুরুতে দীর্ঘ ছুটি শেষে ফিরে আসা বেশ কিছু সরকারি কর্মকর্তাকে এটি কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। আদেশপত্রে বিদেশী হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবহার বন্ধের কথা বলা হয়েছে। ফলে এইচপি, ডেলের মতো প্রতিষ্ঠান বড় বাজার হারাবে। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোও বাজার হারানোর পথে রয়েছে। এমনকি মাইক্রোসফটের উইন্ডোজের বিকল্প হিসেবে চীন লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহারের দিকে ঝুঁকছে।
আদেশপত্রে আরো বলা হয়, যেসব প্রতিষ্ঠানের কাছে স্পেশাল অনুমতিপত্র রয়েছে, তারা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। প্রথম দিকে এ ধরনের অনুমতি পাওয়া সহজ হলেও ভবিষ্যতে তা কঠিন হবে। এর মাধ্যমে নির্ভরতা কমে যাওয়ার পাশাপাশি নিজস্ব পণ্য ব্যবহারের মাত্রাও বাড়বে।