ট্যাবলেট পিসি আনছে এইচপি

জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি স্বল্প মুল্যের ট্যাবলেট পিসি বাজারে আনার ঘোষনা দিয়েছে। স্লেট৭ নামের ট্যাবেলটটিতে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে। স্বল্প বাজেটের গ্রাহকদের কথা মাথায় রেখেই স্লেট৭ বাজারে আনছে এইচপি। এর দাম গুগলের নেক্সাস৭-এর চেয়েও কম। মরিচারোধী ইস্পাতের কাঠামোযুক্ত সাত ইঞ্চির এ ট্যাবলেটে আট জিবি তথ্য ধারণক্ষমতা রয়েছে। তবে স্টোরেজ স্বল্পতার সমস্যা ঘোচাতে এতে দেওয়া হয়েছে মাইক্রো এসডি স্লট। এতে হাই-অ্যাপাচার-রেশিও ফিল্ড ফ্রিঞ্জ সুইচিং) প্রযুক্তির ১০২৪–৬০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এছাড়া রয়েছে ৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দারুণ সাউন্ড কোয়ালিটির জন্য রয়েছে বিটস অডিওর স্টেরিও স্পিকার। এর বাজার মুল্য ১৬৯ ডলার।