৭ ইঞ্চি এনভিডিয়া ট্যাব

(প্রযুক্তি প্রতিদিন) এনভিডিয়া সাধারণত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ নির্মাতা হিসেবে অধিক পরিচিত মার্কিন প্রযুক্তিপণ্য নির্মতা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভিজি এর সঙ্গে যৌথভাবে সাত ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবটির নাম ‘ইভিজিএ টেগরা নোট ৭’।
এ ট্যাবটিতে থাকবে টেগরা৪ কোয়াড কোর প্রসেসর. উন্নত রেজুলেশনের ডিসপ্লে, এইচডিটিভির সমর্থনযোগ্য মাইক্রোএইচডিএমআই, ১৬ গিগাবাইট স্টোরেজ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ট্যাবলেটটির দাম হতে পারে মাত্র ১৯৯ মার্কিন ডলার।
এনভিডিয়া জানিয়েছে, টেগরা নোট ৭ ট্যাবটিতে হাই ডায়নামিক রেঞ্জ বা এইচডিআর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিজিটাল ফটোগ্রাফির বিশেষ ফিচার এই এইচডিআর।