৭৭ ইঞ্চির আলট্রা এইচডি টিভি আনছে এলজি

(প্রযুক্তি প্রতিদিন) প্রযুক্তি পণ্যের অন্যতম আসর আইএফএ ট্রেড শোতে বিশ্বের বৃহত্তম আলট্রা হাই ডেফিনেশন (ইউএইচডি) ওএলইডি টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। ৭৭ ইঞ্চি মাপের এ টেলিভিশনটি এখন পর্যন্ত এলজির সবচেয়ে আধুনিক মডেলের। এ টেলিভিশনটির ছবির মান অন্যান্য টেলিভিশনের চেয়ে অনেক উন্নত হবে। এর আগে চলতি বছরের শুরুতে এলজি কর্তৃপক্ষ ৫৫ ইঞ্চি মাপের বিশ্বের প্রথম বাঁকানো পর্দার বা কার্ভড ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) টিভি আনার কথা জানিয়েছিল। এলজি’র হোম এন্টারটেইনমেন্ট বিভগের প্রধান নির্বাহী হ্যাভিস নোন জানিয়েছেন, বিশ্বের প্রথমবারের মতো আলট্রা এইচডি কার্ভড ওএলইডি টিভি ঘোষণার মাধ্যমে আমার ভবিষ্যৎ উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রাখতে পেরেছি। ৭৭ ইঞ্চি মাপের কার্ভড ওএলইডির দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। আগামী বছরের শুরুতে এ টিভি বিক্রি শুরু করতে পারে এলজি।