৬ জিবি র‌্যামের ওয়ালটন স্মার্টফোন

(মামুন আল করিম) প্রথমবারের মতো দেশে তৈরি ৬ জিবি র‌্যামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে ওয়ালটন। ‘প্রিমো এক্সফাইভ’ মডেলের হ্যান্ডসেটটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ কারখানায়।

প্রিমিয়াম মেটাল ফ্রেম ডিজাইনের নীল রঙের ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চির আইপিএস প্রযুক্তির ফুল-ভিউ ডিসপেল্গ। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত হ্যান্ডসেটটিতে আছে ৬৪ বিটের ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, মালি-জি৭১ গ্রাফিক্স, ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৩৪৫০ এমএএইচ ব্যাটারি। আছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিভাইসটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়াল বিএসআই ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল বিএসআই ক্যামেরা।


ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। ইতিমধ্যে প্রিঅর্ডার চলছে। প্রিঅর্ডারে আছে তিন হাজার টাকার গিফট ভাউচার। ইএমআই এবং কিস্তিতেও প্রিঅর্ডার সুবিধা পাওয়া যাবে।