২০২০ সালে চালু হবে ফাইভজি

(প্রযুক্তি প্রতিদিন) চীনা নেটওয়ার্কিং যন্ত্রাংশ নির্মাতা হুয়াউইর দাবি, ২০২০ সাল নাগাদ ফোরজির চেয়ে কয়েক গুণ বেশি গতিসম্পন্ন ফাইভজি নেটওয়ার্ক চালু হয়ে যাবে। বর্তমানে হুয়াউই এর পাশাপাশি এরিকসন, নকিয়া, অ্যালকাটেলের মতো প্রতিষ্ঠানগুলো ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ফাইভজি নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছে। যদিও বিশ্বের বেশির ভাগ দেশেই এখন পর্যন্ত ফোরজি নেটওয়ার্কই চালু হয়নি। কিছু কিছু দেশে চালু হলেও সেবার পরিধি সীমিত। হুয়াউইর ফাইভজি প্রযুক্তি উন্নয়ন দলের প্রধান টনি ওয়েনের মতে, ফাইভজি নেটওয়ার্ক বাসাবাড়ির ব্রডব্যান্ড ফাইবার অপটিক ক্যাবলের মতোই গতিসম্পন্ন হবে। বেশির ভাগ দেশেই ফাইবার ব্রডব্যান্ডের সর্বনিম্নœ গতি এখন ১০০ এমবিপিএস। অবশ্য এ প্রযুক্তি উন্নয়নে আরো সাত বছর লাগবে বলে জানান ওয়েন। দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নিজস্ব অর্থায়নে ফাইভজি নিয়ে গবেষণা করে আসছে অনেক দিন ধরেই। এরই অংশ হিসেবে সম্প্রতি ফোরজি এলটিই নেটওয়ার্কের আরো উন্নততর সংস্করণ এলটিই অ্যাডভান্সড চালু করে তারা। এ নেটওয়ার্কের উপযোগী মোবাইল ডিভাইসও বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। কিছু দিন আগে স্যামসাং দাবি করেছিল, ১ জিবিপিএস গতির নেটওয়ার্ক উদ্ভাবন করেছে তারা। অবশ্য ফাইভজি প্রযুক্তির উন্নয়ন হলে শুধু যে নেটওয়ার্ক কোম্পানিগুলোই চাপে পড়বে তা নয়। এর উপযোগী হ্যান্ডসেট ও চিপ তৈরির জন্য প্রতিযোগিতায় নামতে হবে সেলফোন-চিপ নির্মাতাদেরও।