১০০ মেগাপিক্সেলের ক্যামেরা

(প্রযুক্তি প্রতিদিন) চীনের গবেষকেরা ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা তৈরীর প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর আগে ২০০৫ সালে চীনের গবেষকেরা ৮১ মেগাপিক্সেলের ক্যামেরা উদ্ভাবন করেছিলেন। ম্যাপ তৈরি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও বুদ্ধিমান যানবাহন তৈরির ক্ষেত্রে উন্নত রেজুলেশনের ছবি তোলার এ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা যাবে। চীনের বিজ্ঞান অ্যাকাডেমির অধীনস্থ অপটিকস ও ইলেকট্রনিকস ইনস্টিটিউটের গবেষকেরা তৈরি করেছেন ১০০ মেগাপিক্সেলের এই ক্যামেরা। এর নাম দিয়েছেন ‘আইওএ৩-কানবান’। এ ক্যামেরায় ১০,২৪০ বাই ১০,২৪০ পিক্সলে ছবি তোলা যায়।
গবেষকেরা জানিয়েছেন, ‘আইওএ৩-কানবান’ ক্যামেরাটি অত্যন্ত হালকা-পাতলা। ক্যামেরাটি খুব কম তাপমাত্রার পরিবেশেও ব্যবহার করা যায়।
গবেষকেরা এ ক্যামেরা তৈরিতে অ্যাডভান্সড অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা কন্ট্রোল সিস্টেম ও হাই ক্যাপাসিটি ডাটা রেকর্ডিং প্রযুক্তির সমন্বয় করেছেন।