হ্যাকারদের ভাড়া করছে বিভিন্ন দেশ

(প্রযুক্তি প্রতিদিন) বর্তমানে বিভিন্ন দেশ শত্রু দমন ও অন্যদের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে হ্যাকারদের ভাড়া করছে। সম্প্রতি ব্রিটিশ এক গোয়েন্দা প্রতিবেদনের তথ্য থেকে জানা গেছে, সাইবার মার্সিনারি হিসেবে খ্যাত এ ভাড়া করা হ্যাকাররাই বর্তমানে বিভিন্ন দেশের ওপর উল্লেখযোগ্য সাইবার হামলাগুলো চালাচ্ছে। ব্রিটেনের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটির (জিসিএইচকিউ) বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটেনের বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম নজরদারি করে এ সংস্থাটি। নিজেদের কর্মেেত্র অত্যন্ত সুচারু এ সাইবার অপরাধীরা যে শুধু বিভিন্ন আর্থিক ও রাষ্ট্রীয় খাতের বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে, তা নয়। এরা বিভিন্ন জ্বালানি খাতেও হামলা চালাচ্ছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এ ধরনের হ্যাকারদের উপস্থিতিই একটি বড় ধরনের হুমকি। কিন্তু এ হ্যাকারদের সমতার সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদের কার্যক্রমকে আরো উদ্বেগের কারণ হিসেবে তুলে ধরছে। জিসিএইচকিউয়ের প্রতিবেদনে আরো জানানো হয়, যেকোনো সময়ের চেয়ে ব্রিটেন এখন সবচেয়ে বেশি সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এর কারণ হিসেবে ক্রমবর্ধমান সাইবার গুপ্তচরবৃত্তির পাশাপাশি বিভিন্ন দেশের এ ধরনের অধিকহারে হ্যাকার নিয়োগের বিষয়টিকে তুলে ধরা হয়। যদিও এ ধরনের কাজের জন্য এতোদিন রাশিয়া ও চীনকে দায়ী করছিল যুক্তরাজ্য।