হোয়াটস অ্যাপকে কিনবে না গুগল

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি মোবাইলফোনে ইন্টারনেটভিত্তিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপকে কেনার গুজব উঠেছিল। তবে এ গুজবকে নাকচ করে দিয়েছে গুগল কতৃপক্ষ। মোবাইলফোনে অনলাইনভিত্তিক বার্তা পাঠাতে মেসেঞ্জার অ্যাপগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ২০০৯ সালে বাজারে আসার পর হোয়াটস অ্যাপ এখন অনেক দেশে অ্যাপলের অনলাইন অ্যাপস্টোরের তালিকার শীর্ষে রয়েছে।
এছাড়া গত বছরে গুগলের অনলাইন অ্যাপস্টোর গুগল প্লে থেকে ১০ কোটিবারেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি। চলতি বছরের শুরুতে প্রায় এক হাজার ৮০০ কোটি বার্তা আদান-প্রদানে এটি ব্যবহৃত হয়েছে। আইফোন গ্রাহকরা প্রথম দিন থেকেই বার্ষিক এক ডলার খরচ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করেন। অন্য দিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রথম বছর বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। হোয়াটস অ্যাপের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নিরাজ অরোরা জানিয়েছেন, হোয়াটস অ্যাপ প্রতিষ্ঠান গুগলের কাছে বিক্রি হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের গুজব প্রথম শোনা গিয়েছিল গত ডিসেম্বরে। শুধু গুগল নয় ফেসবুকের বিরুদ্ধেও হোয়াটস অ্যাপকে কেনছে গুজব শোনা গেছে। রাজস্ব আয়ের দিক থেকে পেইড অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের অবস্থান দ্বিতীয়। গত বছর ১০ কোটি ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে অ্যাপটির নির্মাতারা। বর্তমানে ব্যাবেল নামে স্মার্টফোনের জন্য একটি মেসেজিং অ্যাপ তৈরির চেষ্টা করছে গুগল। হোয়াটসঅ্যাপের দ কর্মীবাহিনীটিকে ব্যাবেল প্রকল্পে কাজে লাগানোর জন্যই মূলত গুগল এ অধিগ্রহণে আগ্রহী ছিল।