হুয়াওয়ের প্রতিষ্ঠাতার কনিষ্ঠ কন্যা এখন পপ গায়িকা

চীনা টেকজায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের কনিষ্ঠ কন্যা অ্যানাবেল ইয়াও তার স্বপ্নের ক্যারিয়ার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রিধারী ২৩ বছর বয়সি অ্যানাবেল ইয়াও পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ২৩তম জন্মদিনে ইংরেজি ও চাইনিজ ভাষার মিশেলে তৈরি ‘ব্যাক ফায়ার’ মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখা উপলক্ষে ‘ব্রেকার’ নামে ১৭ মিনিটের একটি ভিডিও ডকুমেন্টারিও তৈরি করেছেন অ্যানাবেল। সেখানে নিজের জীবনের নানান তথ্য সামনে এনেছেন। কথা বলেছেন পরিবার ও শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে।

পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন হুয়াওয়ের এই রাজকন্যা। চীনা সোশ্যাল মিডিয়া উইবো, ডুইয়িনসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও তার মিউজিক ভিডিও ভাইরাল। কারো মতে, অভিষেক গানে ইয়াওয়ের ব্যক্তিত্বের প্রতিচ্ছ্ববি ফুটে উঠেছে- গানটির লিরিক্স হলো, ‘আমি তথাকথিত প্রথা ভেঙে ফেলব এবং আমার নিজস্ব রাজকন্যা গল্প সৃষ্টি করব। নিয়ম অনুসরণ না করাই আমার স্টাইল।’