স্যামসাংয়ের নতুন চমক গ্যালাক্সি নোট ২০

বেশ কয়েকটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং। এসব গ্যাজেটের মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ২০, নোট ২০ আল্ট্রা, গ্যালাক্সি ট্যাব এস৭, গ্যালাক্সি ওয়াচ৩, স্যামসাং বাডস। 

সম্প্রতি এক ভার্চুয়াল আয়োজনে গ্যাজেটগুলোর উন্মোচন করে স্যামসাং। 

গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা
বড় স্ক্রিনের সঙ্গে হাজির হয়েছে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা। ১২০ হার্জ রিফ্রেস রেটের সঙ্গে ৬.৯ ইঞ্চির স্ক্রিন রয়েছে। গেইমারদের জন্য ফোনটি উপযুক্ত বলে দাবি করেছে স্যামসাং। ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল মূল ক্যামেরা সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে ফোনটিতে। ফ্রন্টের জন্য বরাদ্দ ১০ মেগাপিক্সেল।

গ্যালাক্সি ট্যাব এস৭
গ্যালাক্সি ট্যাব এস৭ স্ক্রিন ১১ ইঞ্চি। এস৭প্লাস স্ক্রিন ১২.৪ ইঞ্চির। রয়েছে এস পেন। ট্যাবে রয়েছে মাল্টি উইনডো অপশন। একটা সময়ে তিনটা স্ক্রিনে কাজ করা যাবে। ১২০ হার্জ রিফ্রেস রেটসহ স্ক্রিন গেইম খেলার জন্য একেবারে যথার্থ। ট্র্যাকপ্যাডের সঙ্গে রয়েছে কি বোর্ড। 

গ্যালাক্সি ওয়াচ ৩
এটি করোনা পরিস্থিতিতে লড়তে উল্লেখযোগ্য অস্ত্র হিসেবে দেখছে স্যামসাং। কারণ এতে রয়েছে শরীরে অক্সিজেনের সম্পৃক্তি ও রক্তচাপ মাপার ফিচার।