সোলার পাওয়ার ব্যাংক নিয়ে আসল শাওমি

শাওমির সোলার পাওয়ার ব্যাংকে ৬৪০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি আছে

xiaomi yeux solar power bank

বাসা থেকে বাইরে বের হলেই ফোনের চার্জ নিয়ে সবাই কম-বেশি চিন্তিত থাকে। এই সমস্যা থেকে সমাধান দিতে শাওমি এনেছে সোলার পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি ব্যাগপ্যাকের সঙ্গে যুক্ত করা যায়। এছাড়াও সাইকেল চালানো বা পাহাড়ে ওঠার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হয় না। এর দাম রাখা হয়েছে ৩৪৯ ইউয়ান। এটিতে হাই সেনসিটিভ, সিঙ্গেল ক্রিস্টাল সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। যা যথেষ্ট উন্নত।

এছাড়াও রডের তারতম্যর সঙ্গে এই পাওয়ার ব্যাংক নিজেকে নিয়ন্ত্রন করে নিতে পারে। এই পাওয়ার ব্যাংকে ৬৪০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে থ্রি আউটপুট ইন্টারফেস। অর্থাৎ বাকি পাওয়ার ব্যাঙ্কগুলির তুলনাতে এটি অত্যন্ত উন্নত। ফলে মানুষের ব্যবহার করতে খুব একটা অসুবিধা হবে না।

এই পাওয়ার ব্যাংকে ইউএসবি এ ইন্টারফেস এছাড়াও একটি টাইপ সি পোর্ট রয়েছে। এর সাহায্যে ফোন, ট্যাবলেট ডিজিটাল ক্যামেরা সহ অন্যান্য পাওয়ার ব্যঙ্ক চার্জ দেওয়া সম্ভব। এছাড়াও ওয়াটার প্রুফ হওয়ার কারণে রোদ বৃষ্টি নিয় ভাবতে হবে না। আন্তর্জাতিক বাজারে কবে এটি লঞ্চ হবে তা এখনও জানায়নি শাওমি কতৃপক্ষ।