সময় উপযোগি স্মার্টফোনের দরদাম

(প্রযুক্তি প্রতিদিন) প্রতিনিয়ত বাড়ছে প্রযুক্তিপণ্যের চাহিদা। তবে এ তালিকায় মানুষের সবচেয়ে পছন্দের ডিভাইস স্মার্টফোন। প্রযুক্তি প্রতিদিন এর পাঠকদের জন্য দেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার ভেতর ভালো মানের স্মার্টফোনের দরদাম দেয়া হলো।

সিম্ফোনি
এক্সপ্লোরার ডব্লিউ ৯২ : এই স্মার্টফোনটির প্রসেসর ১.২ গিগাহার্জ। ফোনটিতেকোয়াডকোর র‍্যাম, ৫১২ মেগাবাইট রম, ৪ গিগাবাইট স্টোরেজ, ৫ ইঞ্চি ডিসপ্লে , ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলিবিন। এর মূল্য ১০ হাজার ২০০ টাকা।

নকিয়া
লুমিয়া ৫১০ : এই স্মার্টফোনটির প্রসেসর ৮০০ মেগাহার্জ, র‍্যাম ২৫৬ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ ৪ গিগাবাইট, ডিসপ্লে ৪ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ। এর মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
লুমিয়া ৫২০ : এর প্রসেসর ১ গিগাহার্জ ডুয়েল কোর, র‍্যাম ৫১২ মেগাবাইট, ইন্টারনাল স্টোরেজ:: ৮ গিগাবাইট, ডিসপ্লে ৪ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম উইন্ডোজ। এর মূল্য ১১ হাজার টাকা।
লুমিয়া ৭১০: এর প্রসেসর ১.৪ গিগাহার্জ, র‍্যাম ৫১২ মেগাবাইট, ইন্টারনাল স্টোরেজ ৮ গিগাবাইট, ডিসপ্লে ৩.৮ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম উইন্ডোজ। এর মূল্য ১১ হাজার ৫০০ টাকা।

সনি
এক্সপেরিয়া টিপো : এই স্মার্টফোনটির ডিসপ্লে ৩.২ ইঞ্চি, ক্যামেরা ৩.১৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইস্ক্রীমস্যান্ডুইচ। এর মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
এক্সপেরিয়া টিপো ডুয়েল : এর প্রসেসর ৮০০ মেগাহার্জ, র‍্যাম ৫১২ মেগাবাইট, রম ২.৯ গিগাবাইট, ডিসপ্লে ৩.২ ইঞ্চি, ক্যামেরা ৩.১৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইস্ক্রীমস্যান্ডুইচ। এর মূল্য ১১ হাজার ৫০০ টাকা।

ওয়ালটন
প্রিমো আর১ : এই স্মার্টফোনটির প্রসেসর ১.২১ গিগাহার্জ ডুয়েল কোর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ডিসপ্লে ৪ ইঞ্চি, ক্যামেরা ৮ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪ আইসক্রীম স্যান্ডুইচ । এর মূল্য ১০ হাজার ৯৯০ টাকা।
প্রিমো এন : এর প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াড কোর, র‍্যাম ১ গিগাবাইট, রম ৪ গিগাবাইট, ডিসপ্লে ৫.৫ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলিবিন। এর মূল্য ১২ হাজার ১৯০ টাকা।

স্যামসাং
গ্যালাক্সি ইয়ং এস৬৩১০ : এর প্রসেসর ১ গিগাহার্জ কোয়াডকোর, র‍্যাম ৭৬৮ মেগাবাইট, রম ৪ গিগাবাইট, ডিসপ্লে ৩.২৭ ইঞ্চি, ক্যামেরা ৩.১৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিন। এর মূল্য ১১ হাজার ৩০০ টাকা।
গ্যালাক্সি ওয়াই ডুয়োস এস৬১০২ : এর প্রসেসর ৮৩২ মেগাহার্জ, র‍্যাম ২৯০ মেগাবাইট, রম ৫১২ মেগাবাইট, ডিসপ্লে ৩.১৪ ইঞ্চি, ক্যামেরা ৩.১৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। এর মূল্য ১১ হাজার ৫০০ টাকা।
গ্যালাক্সি এস ডুয়োস ২ : এর প্রসেসর ১.২ গিগাহার্জ ডুয়েল কোর, র‍্যাম ৭৬৮ মেগাবাইট, রম: ৪ গিগাবাইট, ডিসপ্লে ৪ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন। এর মূল্য ১৩ হাজার টাকা।

এলজি
অপটিমাস এল৫ ই৬১০ : এর প্রসেসর ৮০০ মেগাহার্জ, র‍্যাম ৫১২ মেগাবাইট, রম ৪ গিগাবাইট, ডিসপ্লে ৪ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রীম স্যান্ড্উইচ। এর মূল্য ১৩ হাজার ৩০০ টাকা।

মটোরোলা
রেজর ডি১ : এর প্রসেসর ১ গিগাহার্জ, র‍্যাম ১ গিগাবাইট, রম ৪ গিগাবাইট, ডিসপ্লে ৩.৫ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন। এর মূল্য ১৭ হাজার টাকা।