সংবেদনশীল তথ্য স্থানান্তরে নতুন প্রযুক্তির উদ্ভাবন

(প্রযুক্তি প্রতিদিন) নতুন ধরনের যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রিটিশ একদল বিজ্ঞানী। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য স্থানান্তরে এ প্রযুক্তি কাজে আসবে। এ পদ্ধতির যোগাযোগ নেটওয়ার্কে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিক সঙ্কেত (কোড) ব্যবহার হয়। এ সঙ্কেত কোনোভাবেই প্রাপক ছাড়া অন্য কারো পে উদ্ধার করা সম্ভব নয় বলে দাবি গবেষকদের। বিশ্বজুড়ে অনলাইন মাধ্যমে দিন দিন বাড়ছে তথ্য চুরির ঘটনা। সামরিক খাতসহ বিভিন্ন উৎসের তথ্য চুরির ঘটনা ঘটছে হরহামেশাই। আর এ কারনেই তথ্য স্থানান্তরে অভেদ্য প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছেন গবেষকেরা। ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তিতে তথ্যগুলো আলাদা ফোটনে সংরণ করা হয়। বিজ্ঞানীরা এ যোগাযোগব্যবস্থার নাম দিয়েছেন কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন (কিউকেডি)। এতে একই সাথে সর্বোচ্চ ৬৪ জন ব্যবহারকারী একযোগে তথ্য পাঠাতে পারেন। গ্রাহকের কাছে তথ্য স্থানান্তর হবে একটি ফাইবার লিঙ্কের মাধ্যমে। তথ্য ধারণকারী আলোর প্রতিটি ফোটনের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এগুলোই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কাজে লাগানো হয়। উদ্ভাবনটি কোয়ান্টাম প্রযুক্তিভিত্তিক নিরাপত্তার জন্য বড় ধরনের মাইলফলক। টেলিকম ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ ব্যবহারী কিংবা সরকারি সংস্থাগুলো উপকার পাবে।