ষ্টিভ জবসের চলচ্চিত্রের ট্রেলার উন্মুক্ত

(প্রযুক্তি প্রতিদিন) প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের আত্মজীবনীমূলক চলচ্চিত্র জবস মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ১৯ এপ্রিল। অবশেষে প্রতিক্ষার পালা শেষ করে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে নির্মিত জবস চলচ্চিত্রটির প্রথম ট্রেলারটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। আগামী ১৬ আগস্ট এ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে উন্মুক্ত করা হবে। এর আগে অ্যাপল কম্পিউটারের যাত্রার ৩৭ বছর পূর্তি উপলক্ষে ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ছবিটির প্রচারণায় আরো সময় দেয়ার জন্য এর মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়। প্রচারণার অংশ হিসেবে ছবির প্রথম ট্রেলার উন্মুক্ত করা হয়েছে। জবস চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে গত শতকের সত্তর দশকের তরুণ স্টিভ জবসকে। ষ্টিভ জবস ও স্টিভ ওজনিয়াককে সাথে নিয়ে পারিবারিক গ্যারেজে ১৯৭৬ সালে গড়ে তোলেন ‘অ্যাপল’ কোম্পানি। কিন্তু এক সময় নিজের প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হন স্টিভ। এরপর ৯০-এর দশকে আবার প্রতিষ্ঠানে ফিরে আসেন তিনি। এর মধ্যে তার জীবনে প্রেম আসে। তবে ৯০ দশকের পর যে প্রভাবশালী ও সফল অ্যাপলকে গড়ে তুলেছিলেন বাস্তবের স্টিভ জবস চলচ্চিত্রে সে কাহিনী তুলে ধরা হয়নি। এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং হয়েছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জবসের পারিবারিক বাড়ির গ্যারেজে। এখানেই প্রথম অ্যাপল স্টোর খুলেছিলেন তিনি। কলেজ থেকে লেখাপড়া ছেড়ে বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে জবস পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা ও ভবিষ্যৎদ্রষ্টা উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আইপড, আইফোন, আইপ্যাডসহ নানা ধরনের জনপ্রিয় প্রযুক্তিপণ্য এসেছে তার উদ্ভাবনী ভাবনার কারণেই।