শিক্ষা প্রসারে সামাজিক যোগাযোগ সাইট

(প্রযুক্তি প্রতিদিন) ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম আরব বিশ্বে শিার প্রসারে ভূমিকা রাখছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্কুল অব গভর্নমেন্ট গভর্ন্যান্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বের অনেকেই সামাজিক যোগাযোগের সুবাদে জীবনের প্রায় প্রতি মুহূর্তেই নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন। সামাজিক যোগাযোগ ব্যবহারের ফলে স্কুলগুলোয় শিক্ষর মান বেড়েছে। অনাকাক্সিত বাধার কারণে স্কুলে পাঠদান বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যেতে পারছে শিক্ষর্থীরা। দুবাই স্কুল অব গভর্নমেন্ট গভর্ন্যান্সের পরিচালক ফাদি সালেম জানান, আরব বিশ্বের সাড়ে পাঁচ কোটি মানুষ ফেসবুকে সক্রিয়। তিন কোটি ৭০ লাখ মানুষ সক্রিয় টুইটারে। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষ দুটিতেই অবদান রাখছে সামাজিক যোগাযোগ সাইট গুলো। জরিপে অংশগ্রহণকারী শিকদের ৫৫ শতাংশ জানান, তারা শ্রেণীকে শিক্ষাউপকরণ হিসেবে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করেন। অভিভাবকদের ১০ শতাংশ জানান, তাদের সন্তানরা কাসরুমেও সামাজিক যোগাযোগ ব্যবহার করে। ৫০ শতাংশ অভিভাবক জানান, তাদের সন্তানদের কাসরুমে প্রযুক্তির ব্যবহার আছে। আরব দেশগুলোয় রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতায় শিক্ষাকার্যক্রমের তি পুষিয়ে নিতে পারে বলে মনে করেন বেশির ভাগ অভিভাবক। বিভিন্ন স্কুলে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে তথ্য সরবরাহ করেন চার হাজারের বেশি শিক ও অভিভাবক।