শাওমির নতুন ফোন রেডমি ৯ পাওয়ার

দেশের বাজারে নতুন ফোন ‘রেডমি ৯ পাওয়ার’ এনেছে শাওমি। একবার চার্জ দিলে নিশ্চিন্তে দুই দিন ব্যবহার করা যাবে। যাঁরা ব্যাটারি নিয়ে বেশি চিন্তায় থাকেন তাঁদের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে। শুধু তা-ই নয়, ফোনটিকে ফোরজি নেটওয়ার্কে টানা ৬৯৫ ঘণ্টা স্ট্যান্ডবাই রাখবে। সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এতে ইএলবি (এনহান্সড লাইফস্প্যান ব্যাটারি) প্রযুক্তি থাকায় তিন বছর পর্যন্ত ব্যাটারির শক্তি ধরে রাখবে।

স্মার্টফোনটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, কোয়ালকমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর এবং ৬.৫৩ ইঞ্চির এফএইডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রেজিট্যান্স টেক্সচার্ড। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক। ডুয়াল স্ট্যান্ডবাই ফোরজি সিম সুবিধা।

৪ গিগাবাইট ও ৬৪ গিগাবাইটের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ গিগাবাইট ও ১২৮ গিগাবাইটের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।