রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট

শাওমি দেশের বাজারে এনেছে রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট। এতে আছে ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে। এর ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর।

ফোনটিতে আছে ক্যালিডোস্কোপ এবং পাম শাটার ফিচার। এতে আছে ১২ ন্যানোমিটার প্রসেসিং টেকনোলজির মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, অক্টো-কোর সিপিইউ। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক শাওমির নিজস্ব কাস্টমাইজ ইন্টারফেস এমআইইউআই ১২ চালিত ডিভাইসটিতে আছে ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। দেশে কার্বন গ্রে, ওশান গ্রিন এবং সানসেট পার্পেল এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।