রেডমি নোট সিরিজ বিক্রির রেকর্ড

চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসাবে শাওমি বিশ্বে মোবাইল ফোন বিক্রিতে তৃতীয় অবস্থানে আছে। স্যামসাং ও অ্যাপলের পরেই অবস্থান শাওমির। পাশাপাশি ভারতসহ বিশ্বের ১২ দেশে শীর্ষ ব্র্যান্ড তালিকায় রয়েছে চীনের এই স্মার্টফোন ব্র্যান্ডটি।
সম্প্রতি বিশ্বজুড়ে ২০ কোটি রেডমি নোট সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। যা একক কোনো মডেলের ফোন বিক্রিতে রেকর্ড। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে শাওমির কর্মকর্তারা একটি পরিসংখ্যান শেয়ার করেছেন।

গত বছরের নভেম্বরে শাওমি ঘোষণা করেছিল, রেডমি নোট সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে ১৪ কোটি। সর্বশেষ ২০ কোটি রেডমি নোট সিরিজের ফোন বিক্রির খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেই হিসাবে গত ছয় মাসে চীনা প্রতিষ্ঠানটি ৬ কোটি রেডমি নোট সিরিজের ফোন বিক্রি করেছে।

শাওমি ২০১৪ সালে তাদের নোট সিরিজটি উন্মোচন করে। ২০১৯ সালে রেডমি নোট ৭ আনার পর ঘোষণা করেছিল, তারা রেডমিকে আলাদা একটি ব্র্যান্ড হিসিবে পরিচয় করাবে। পরে শাওমির একটি সিরিজ হিসেবেই রয়ে গেছে রেডমি।