রাজধানীতে চলছে কম্পিউটার মেলা

‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ এই শ্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির মেলা।
১৪ই মার্চ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় প্রায় ২,০০,০০০ বর্গফুট জায়গা জুড়ে অনুষ্ঠিত এই মেলায় তথ্য প্রযুক্তির অতি পরিচিত ব্যান্ডের কম্পিউটার সামগ্রী, প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানে প্রদর্শন সহ অতি সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। এই সব পন্য সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য, কম্পিউটার হার্ডওয়ার সফটওয়ার পন্য সামগ্রী, নেট ওয়ার্ক ডাটা কমিউনিকেশন পন্য সামগ্রী, মাল্টিমিডিয়া আইসিটি শিক্ষা উপকরন ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবন ধারা ভিত্তিক প্রযুক্তি ও পন্য এবং বিশ্বের বিভিন্ন নামকরা আইসিটি ব্যান্ড ডিসপ্লে করার জন্য প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে। মেলায় রয়েছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুনীজন সংবর্ধনা, শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, গেমিং প্রতিযোগীতা, ডিজিটাল ফটোগ্রাফী প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা, রক্তদান কর্মসূচী ইত্যাদি।
অন্যান্যবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে হিসাবে রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের সনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
কম্পিউটার সোর্সের অফার : মেলায় ক¤িপউটার সোর্স এর আউটলেটে প্রোলিংক হ্যান্ডি রাউটার, অ্যান্টেক, করসায়ার এবং রেজার ব্র্যান্ডের ফুল গেমিং ডিভাইস এর পাশাপাশি লজিটেক ব্র্যান্ডের তারহীন প্রযুক্তির কী-বোর্ড, মাউসের সাথে দেয়া হচ্ছে নগদ মূল্য ছাড়। এছাড়া এইচি ব্র্যান্ডের ল্যাপটপের সাথে ফ্রি দেয়া হচ্ছে একটি মাউস অথবা টি শার্ট।
গ্লোবাল ব্র্যান্ডের অফার : মেলায় আসুসের বিভিন্ন মডেলের সর্বনিম্ন ২২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪৬,৫০০ টাকার ল্যাপটপ ও ই পিসি নেটবুক রয়েছে। মেলা উপলক্ষ্যে আসুস ই পিসি বা ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেতে পারেন নোটবুক, মোবাইল ফোন, মাউস, পেন ড্রাইভসহ অনেক আকর্ষণীয় পাচ্ছেন একটি আকর্ষণীয় উপহার। ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয়ে থাকছে সুদৃশ্য ৮ জিবি পেন ড্রাইভ। এছাড়া আসুসের অন্যান্য পণ্য, ব্রাদার প্রিন্টার, এলজি মনিটর, এফোরটেক, এডেটা এবং গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য পণ্যে মেলা উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়।
মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তিপণ্যের পুরস্কার। এবারের আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড, গোল্ড স্পন্সর আসুস, ক্যাসপারস্কি, স্যামসাং এবং জেরক্স থাকছে গোল্ড স্পন্সর হিসেবে। ‘সিটিআইটি ২০১৩’ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।