রবিশপে অপো এ৩১

দামের তুলনায় অধিক ফিচার নিয়ে সম্প্রতি বাজারে এসেছে অপো এ৩১। এখন থেকে রবিশপেও স্মার্টফোনটি পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে যার সুরক্ষায় আছে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস। এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এর মেইন সেন্সর ১২ মেগাপিক্সেলের যার অ্যাপারচার এফ/১.৮। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আপনার চারপাশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সব সৌন্দর্য ক্যাপচার করতে সাহায্য করবে। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের মধ্যে ব্যবধান মেপে পোর্ট্রেট শটে চমৎকার বোকেহ ইফেক্ট দিবে।

অপোর এ সিরিজের নতুন এই ফোনে থাকছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী এমটি ৬৭৬৫ভি চিপসেট। ৪ গিগাবাইট র‌্যাম এবং অক্টাকোর প্রসেসর ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে।

এসবের পাশাপাশি এ ৩১ এ রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার একবার ফুল চার্জে ১৪ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং অথবা ৭ ঘণ্টা পর্যন্ত অনলাইন গেমিং অথবা লাগাতার ১১০ ঘণ্টা অডিও প্লেব্যাক করা যাবে।

রবিশপ থেকে স্মার্টফোনটি কেনা যাবে ১৬,৯৯০ টাকায়। এছাড়া ইএমআই সুবিধা এবং বিনামূল্যে হোম ডেলিভারিও পাওয়া যাবে।