যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা

(প্রযুক্তি প্রতিদিন) আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনের গ্লুচেস্টার মিলেনিয়াম হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এবং কমপিউটার জগৎ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। সম্প্রতি রাজধানীর এক হোটেলে মেলার তথ্য জানাতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে ই-বাণিজ্য প্রসারের লক্ষ্যে গৃহীত কর্মসূচীর আওতায় দেশের ভেতরে এবং বাইরে বিভিন্ন শহরে ই-বাণিজ্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ই-বাণিজ্য মেলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসাদ আলম সিয়াম ও আয়োজক প্রতিষ্ঠান কমপিউটার জগত্-এর কারিগরি সম্পাদক ও কমজগত্ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহেদ তমাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি মাহবুব জামান।