মিডিয়াটেকের শক্তিশালী ৫জি প্রসেসরে আসছে রেডমি কে৪০

জানুয়ারি মাসেই বাজারে আসছে রেডমি কে৪০ সিরিজ। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রেডমি কে ৪০ ফোনটি মিডিয়াটেকের নতুন প্রসেসর সহ লঞ্চ হবে। কয়েকদিন আগেই রেডমি কে ৪০ সিরিজের প্রো মডেলের রেন্ডার সামনে এসেছিল। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে। রেন্ডার অনুযায়ী, রেডমি কে৪০ প্রো ফোনটিতে পাঞ্চ হোল ডিজাইনের ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এর কাটআউট ডিসপ্লের উপরের দিকে মাঝবরাবর থাকবে। এর মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

আবার ফোনটির পিছনে বামদিকে ক্যামেরা মডিউল থাকবে এবং সাথে এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। রেন্ডার থেকে অনুমান, এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সরটি ১০৮ মেগাপিক্সেল হতে পারে। আবার এই ফোনে সাইড মাইন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান থাকতে পারে। এছাড়াও ফোনটি স্টেরিও স্পিকার, ফাস্ট চার্জিং টেকনোলজি এবং কমপক্ষে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি সহ আসতে পারে।