মানুষের মত রোবট

(প্রযুক্তি প্রতিদিন) মানুষের মত দরজা খুলতে পারে, তুষারের উপর দিয়ে হাঁটার সময় ভারসাম্য রক্ষা করতে পারে, তাকে রাখতে পারে নানান জিনিস আর পড়ে গেলে নিজে নিজেই উঠতে পারে এমন রোবট তৈরী করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন বোস্টন ডায়নামিক্স।

‘অ্যাটলাস’ নামের এই রোবট ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা, ওজন ৮১ কেজি। যাত্রা শুরু হয় ২০১৩ সালে মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর আয়োজিত একটি প্রতিযোগিতার মাধ্যমে। অ্যাটলাস এর পেছনে আছে সারা বিশ্বের সাতটি কম্পিউটার গবেষণা দল, যারা এর মস্তিষ্ক উন্নত করতে কাজ করছেন। শরীর আর পায়ে লাগানো সেন্সর দিয়ে ভারসাম্য রক্ষা করে এটি, এর মাথায় থাকা লেজার রশ্মিগুলো ব্যবহার করে এটি কোনো বাধাঁ অতিক্রম বা কোনো বস্তু সরাতে পারে। ‘হাইড্রোলিক্যালি-অপারেটেড জয়েন্ট’ ব্যবহারের কারণে অ্যাটলস আশপাশের সবকিছু স্ক্যান করতে পারে, এমনকি জটিল পরিবেশে হাঁটা, সিড়ি বেয়ে ওঠার মতো কাজ করতেও সক্ষম অ্যাটলাস।