মাইক্রোসফট বাংলাদেশের নতুন প্রধান সোনিয়া

(প্রযুক্তি প্রতিদিন) মাইক্রোসফট বাংলাদেশের নতুন প্রধান এখন সোনিয়া বশীর কবির। ১৬ জুন নতুন পদে যোগ দিয়েছেন তিনি। সোনিয়া মাইক্রোসফটের বাংলাদেশে প্রধান হিসেবে পুবুদু বাসনায়েকের স্থলাভিষিক্ত হলেন। শ্রীলঙ্কান বংশোদ্ভুত পুবুদু ২০১২ সাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছিলেন।
নতুন পদে যোগদানের মাধ্যমে প্রায় আড়াই বছর পর মাইক্রোসফটে ফিরলেন সোনিয়া। এ সময় তিনি কম্পিউটার নির্মাতা ডেল-এর বাংলাদেশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ডেল-এ যোগদানের আগে মাইক্রোসফটে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
সান্তা ক্লারা ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন সোনিয়া, আর স্নাতক অর্জন করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, হেওয়ার্ড থেকে।
মাইক্রোসফটে সদ্য যোগ দেওয়া কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির গত মঙ্গলবার আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে এক দ্বিপাক্ষিক সভায় আইসিটি বিভাগের সাথে পারস্পরিক সহযোগিতার কথা জানান। সভায় আইসিটি বিভাগের নেতৃত্ব দেন সচিব মো. নজরুল ইসলাম খান। মাইক্রোসফট প্রতিনিধি দলে ছিলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সিজার সার্নোডা, সদ্য সাবেক কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসানায়েক। সোনিয়া বশির কবির জানান, সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং, ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেওনারসহ চলমান বিভিন্ন কর্মসূচিতে মাইক্রোসফট কাজ করতে আগ্রহী।