মাইক্রোসফট আনছে ‘সারফেস’ হাতঘড়ি

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের অন্যতম সফটওয়্যার নর্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ‘সারফেস’ নামে স্বচ্ছ অ্যালুমিনিয়ামের হাতঘড়ি তৈরি করছে। এর আগে সারফেস নামে উইন্ডোজ ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছে, মাইক্রোসফটের হার্ডওয়্যার ব্রান্ড নেম হিসাবে সারফেস ব্যবহার করছে।
বর্তমানে দেড় ইঞ্চির ডিসপ্লেযুক্ত সারফেস স্মার্টওয়াচের প্রোটোটাইপ নিয়ে কাজ করছে মাইক্রোসফটের সারফেস বিভাগের কর্মকর্তারা। স্বচ্ছ অ্যালুমিনিয়ামের তৈরি টাচ স্ক্রিন সুবিধার বিশেষ ধরনের স্মার্ট হাতঘড়িতে বিভিন্ন ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। মাইক্রোসফট ছাড়িও স্মার্ট হাতঘড়ি তৈরিতে কাজ করছে অ্যাপল, স্যামসাংয়ের মতো ১২ টিরও বেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান।
অবশ্য স্মার্ট ওয়চ তৈরি প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি।
স্মার্ট ওয়াচ তৈরিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে মাইক্রোসফট। ২০০২ সালেও এ ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছিল। বর্তমানে মাইক্রোসফট কর্তৃপক্ষ সফটওয়ারের পাশাপাশি প্রযুক্তিপণ্য তৈরিতেও কাজ করছে। এর শুরু হিসাবে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ সফটওয়ারের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ নির্ভর ‘সারফেস’ ব্যান্ডের ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফট।
বর্তমানে ছোটো আকারের প্রযুক্তিপণ্য ও পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ায় মাইক্রোসফট এদিকে বেশি মনোযোগি হচ্ছে।