মহাকাশ স্টেশন থেকে সমাবর্তন বক্তৃতা!

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেক্টিকাটের স্নাতক উপাধিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সমাবর্তন বক্তব্য রেখেছেন নভোচারী রিক মাস্ট্রাচ্চিও। বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী এ বক্তব্যের আয়োজন করা হয়েছিল। নভোচারী রিক এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র।
চারশ’ স্নাতক ও পাঁচ হাজার মানুষের উদ্দেশ্য করে আগেই রেকর্ড করা হয় এ বক্তব্য। এ বক্তব্য প্রদানের সময় ৫৪ বছর বয়সী নভোচারী মাস্ট্রাচ্চিওর পেছনে ইউনিভার্সিটি অফ কানেক্টিকাটের কালো ব্যানার ও ভাসমান বেসবল ক্যাপ দেখা যায়।
মাস্ট্রাচ্চিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আনন্দের এ দিনটিতে তোমাদের সঙ্গে থাকতে না পারলেও, এ বছরের বক্তব্যে ভিন্নতা আনার বিষয়টি নিয়ে মহাকাশেই চিন্তা করার চেষ্টা করেছি।”
ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট প্রকৌশল বিদ্যালয়ের ডিন কাজেম কাজেরোনিয়ান জানিয়েছেন, এ বক্তব্যের মাধ্যমে মহাকাশ অনুসন্ধানের ইচ্ছায় প্রকৌশলী হওয়া শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আরো অগ্রগামি হবে।