ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র

(প্রযুক্তি প্রতিদিন) রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ৬৯ জনের একটি নাবিক দলসহ বিশ্বের প্রথম ভাসমান বিদ্যুতকেন্দ্রের নাম হবে ‘অ্যাকাডেমিক লমোনোসোভ’।
এর ওজন হবে ২১ হাজার ৫০০ টন। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি রিঅ্যাক্টর থাকবে, যা একটি শহরে ২ লাখ মানুষের প্রয়োজন মেটানোর মতো বিদ্যুত সরবরাহ করতে সক্ষম হবে।
প্রাথমিক পর্যায়ে এই বিদ্যুৎ কেন্দ্র ডিজাইন করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের জন্য, যেমন সাগরের তেলখনি এবং বন্দরকেন্দ্রীক শহরগুলোতে। বর্তমানে ১৫টির বেশি দেশ এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী। এ পরমানু বিদ্যুৎ চালু হবে ২০১৬ সাল নাগাদ।