ভালো না লাগা স্মার্টফোনের তালিকায় শীর্ষে আইফোন ৫

(প্রযুক্তি প্রতিদিন) ‘উই আর সোশাল’ নামের এক ব্রিটিশ সোশাল মিডিয়া এজেন্সির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আইফোন, স্যামসাং, নকিয়া এবং ব্ল্যাকবেরির আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে অপছন্দের স্মার্টফোনটি আইফোন ৫।
আইফোন ফাইভ, স্যামসাং গ্যালাক্সি এসফোর, নোকিয়া লুমিয়া ৯২০ এবং ব্ল্যাকবেরি জেড ১০–এই চারটি স্মার্টফোন নিয়ে টুইটার, ব্লগ এবং বিভিন্ন ফোরামে ব্যবহারকারীদের পোস্ট আর রিভিউ বিশ্লেষণ করে ‘উই আর সোশাল’। সোশাল মিডিয়া এজেন্সিটির প্রতিবেদন অনুযায়ী, অন্য তিনটি স্মার্টফোনের তুলনায় আইফোন ফাইভ নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
স্মার্টফোন ব্যবহারকারীরা নিজের স্মার্টফোনটি নিয়ে বিভিন্ন সোশাল মিডিয়া আর ব্লগে যত পোস্ট করেছেন তার ২০ শতাংশই ছিল অভিযোগ। আর এ কারণে উই আর সোশালের গবেষণা মতে, সবচেয়ে অপছন্দের স্মার্টফোন আইফোন ফাইভ।
এর পাশাপাশি ব্ল্যাকবেরি জেড ১০ নিয়ে রয়েছে ১৮ শতাংশ অভিযোগ, আর নোকিয়া লুমিয়া ৯২০ নিয়ে ব্যবহারকারীদের পোস্টগুলোর মধ্যে অভিযোগ ছিল ১৫ শতাংশ। সবচেয়ে কম অভযোগ এসেছে স্যামসাং গ্যালাক্সি এস৪ নিয়ে।