ভারতে শাওমির স্মার্টফোন বিস্ফোরণ

(প্রযুক্তি প্রতিদিন) চীনা প্রতিষ্ঠান শাওমি’র রেডমি নোট ৪ স্মার্টফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরে। এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরের একটি দোকানদার একটি গ্রাহকের রেডমি নোট ৪ ফোনে সিম ঢুকানোর চেষ্টা করছিল, আর এমন সময় বিস্ফোরণ হয়ে আগুন ধরে পুরো হ্যান্ডসেটটি পুড়ে যায়। অর্জুন নামের ওই মোবাইল ফোনের মালিক তার রেডমি নোট ৪ এ সিম প্রবেশে সমস্যায় পড়েন। আর এ কারণে তিনি ‘পুরভিকা মোবাইল স্টোর’ নামে একটি স্থানীয় দোকানে যান। আর অর্জুন তার ফোনটি এই দোকান থেকেই কিনেছিল। বিস্ফোরণের সময় কোনো চার্জার বা অন্য কোনো এক্সেসরির সাথে সংযুক্ত অবস্থায় ছিল না। গরম হওয়া ছাড়াই বিস্ফোরণের ফলে শাওমি’র রেডমি নোট ৪ আগুনে পুড়ে ফোনটি নষ্ট হয়ে গেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। বিক্রেতা ফোনে সিম প্রবেশের চেষ্টার সময় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ বছরের জানুয়ারি মাসে শাওমি নোট ৪ বাজারে আনে। এর আগে গত বছর শাওমি এমআই ৫ নামের ফ্ল্যাগশিপ ডিভাইসটির ব্যাটারি বিস্ফোরণ হয়েছিল।