ভারতে বিদায় নিল টেলিগ্রাম সেবা!

(প্রযুক্তি প্রতিদিন) মা-বাবা বা স্ত্রী-পুত্রের গুরুতর অসুস্থতার খবর জানিয়ে চার শব্দের টেলিগ্রাম আর আসবে না। টেলিগ্রামের সেই বিষণ্ন বার্তা: ‘ফাদার সিরিয়াস, কাম শার্প।’ আর কাউকে জানাবে না সর্বশেষ খবর।
মুঠোফোন এর কল্যানে ভারত থেকে বিদায় নিল টেলিগ্রাম। ভারতে টেলিগ্রাম ছিল জরুরি খবর পাঠানোর প্রধান মাধ্যম। কেবল দুঃসংবাদ নয়, বড় আনন্দের খবর, শুভেচ্ছা বার্তা এমনকি পত্রিকায় সংবাদ পাঠানোর মাধ্যম ছিল এই টেলিগ্রাম। ১৪ জুলাই থেকে টেলিগ্রামকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে ভারত। এর মাধ্যমে বন্ধ হলো দীর্ঘ ১৬৩ বছর ধরে চলে আসা টেলিগ্রাম সেবা।
টেলিগ্রামের খরচ মুঠোফোনের চেয়ে অনেক বেশি হওয়ায় এখন মুঠোফোনের যুগে কেউ আর টেলিগ্রাম করেন না।