বিশ্বের মোট সেলফোন ব্যবহারকারী ৬০০ কোটি

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে দেখা গেছে, প্রযুক্তির কল্যাণে মোবাইলফোনের দাম এখন সবার হাতের নাগালে চলে এসেছে। জরিপে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার নিশ্চিত করতে না পারলেও অধিকাংশ মানুষই যোগাযোগ রার্থে মোবাইলফোন ব্যবহার করছে।
বর্তমানে ১০ পাউন্ড কিংবা তার কমেও মোবাইলফোন পাওয়া যাচ্ছে। বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে ৬০০ কোটির হাতেই সেলফোন রয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বব্যাপী প্রতিযোগিতার কারণে মোবাইলফোনের কলরেট নেমে এসেছে মিনিটপ্রতি ১০ পেন্স থেকে ২ পেন্সে। এখন প্রতিটি শহর ও নগরে হ্যান্ডসেট বিক্রি ও সারানোর দোকান রয়েছে। গত দশকে উন্নয়নশীল দেশগুলোতে মোবাইলফোন ব্যবহারের হার বিদ্যুৎগতিতে বেড়েছে। বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতাসহ বিভিন্ন কারণে গ্রাহকেরা ল্যান্ডফোনের ব্যবহার থেকে বিমুখ হচ্ছে। ভারতে বর্তমানে প্রায় ৮৯ কোটি ৩০ লাখ মোবাইলফোন ব্যবহার করছে। জাতিসঙ্ঘের জরিপে দেখা গেছে, ভারতের ৬২ কোটি ৬০ লাখ মানুষ এখন পর্যন্ত স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের মতা রাখে না। অন্য দিকে ইন্দোনেশিয়ায় ২৫ কোটি মানুষ সেলফোন ব্যবহার করে আর সেখানে ছয় কোটি ৩০ লাখ লোক উপযুক্ত পয়ঃনিষ্কাশন সুবিধা থেকে বঞ্চিত। আফ্রিকার দেশ ইথিওপিয়ার তিন কোটি ৮০ লাখ লোক উন্মুক্ত পায়খানা ব্যবহার করে অভ্যস্ত। অথচ দেশটিতে বর্তমানে এক কোটি ৪০ লাখ সেলফোন গ্রাহক রয়েছে। নেপালের এক কোটি ৫০ লাখ মানুষের জন্য কোনো ধরনের পয়ঃনিষ্কাশন সুবিধাই নেই। কিন্তু দেশটিতে সেলফোন গ্রাহকের সংখ্যা ছাড়িয়ে গেছে এক কোটি ৩০ লাখের ঘর।