বিশ্বের তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্রান্ড শাওমি

(মামুন আল করিম) প্রথমবারের মতো ফোন বিক্রিতে হুয়াওয়েকে পেছনে ফেলেছে শাওমি। ফেব্রুয়ারি মাসে হুয়াওয়ের চেয়ে ৫ লাখ ইউনিট বেশি বিক্রি করে শাওমি। ফলে বিশ্বের তৃতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতার তকমা পেয়েছে কোম্পানিটি।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকস জানিয়েছে, ফেব্রুয়ারিতে হুয়াওয়ে বিক্রি করে ৫৫ লাখ ইউনিট। শাওমির বিক্রি হয় ৬০ লাখ ইউনিট। ১ কোটি ৮২ লাখ ইউনিট বিক্রি করে শীর্ষে রয়েছে স্যামসাং। এরপরে ১ কোটি ২ লাখ ইউনিট বিক্রি করে দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যাপল। তবে পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ কমেছে।

গত বছর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৯ কোটি ৯২ লাখ ফোন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে ৬ কোটি ১৮ লাখ ফোন। মার্চেও এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না। কারণ অর্ধেক বিশ্বই এখন লকডাউন অবস্থায় আছে।করোনাভাইরাসের প্রভাব কমলেও হুয়াওয়ের ভাগ্য খুলবে কিনা তা এখনও অনিশ্চিত।