বিশ্বকাপে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ

(প্রযুক্তি প্রতিদিন) আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল সরকার প্রত্যেকটি স্টেডিয়ামে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে। দেশটির যোগাযোগমন্ত্রী পাওলো বার্নারডো সম্প্রতি এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন। স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেটসেবা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। বিশ্বকাপে ১২টি স্টেডিয়াম ব্যবহার করার ঘোষণা দিয়েছে ব্রাজিলের সরকার। এ ১২টি স্টেডিয়ামের প্রত্যেকটিতে ৫০ গিগাবাইটের দুটি করে নেটওয়ার্কব্যবস্থা বসানো হবে বলে জানান তিনি। এক্ষেত্রে দর্শকদের শুধু ব্রাজিলের একটি সিমকার্ড কিনতে হবে। একটি স্টেডিয়ামে থাকা দর্শকদের ইন্টারনেট নেটওয়ার্কের মোট ক্ষমতার এক-তৃতীয়াংশও দরকার হবে না বলে মন্তব্য করেন পাওলো। চলতি সপ্তাহে ব্রাজিল চতুর্থ প্রজন্মের তারবিহীন ইন্টারনেটসেবা উদ্বোধন করে। এ সেবা শুধু ২ দশমিক ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সমর্থন করা স্মার্টফোনে পাওয়া যাবে। কিন্তু অধিকাংশ ইউরোপিয়ান ও মার্কিন ৭০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির স্মার্টফোন ব্যবহার করায় তারা এ নেটসেবা পাবেন না বলে জানান পাওলো। ২০০৮ সালে থ্রিজি সেবা চালু হওয়ার পর দেশটিতে থ্রিজি গ্রাহকসংখ্যা কিছু দিনের ব্যবধানে ৭ কোটিতে দাঁড়ায়। পাঁচ লাখের বেশি ফুটবলভক্ত ২০১৪ ফুটবল বিশ্বকাপের মৌসুমে ব্রাজিল ভ্রমণ করতে পারেন বলে ধারণা করছেন ব্রাজিল সরকার। এর মধ্যে অনেকেই খেলা চলাকালে বিভিন্ন ছবি ও তথ্য তারবিহীন ইন্টারনেটব্যবস্থার মাধ্যমে সামাজিক যোগাযোগ সাইটগুলোয় শেয়ার করতে চাইবেন। ফুটবলভক্তদের কথা মাথায় রেখেই ব্রাজিল সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান পাওলো।