বিপজ্জনক কাজ করবে ‘ফাস্ট লুক’

(প্রযুক্তি প্রতিদিন) সামরিক ক্ষেত্রে দূরনিয়ন্ত্রিত রোবটের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে বোমা অপসারণ থেকে শুরু করে কমব্যাট মিশনের মতো বিপজ্জনক কাজে এখন রোবটের ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান আইরোবট-এর নতুন উন্নত রোবটটি বিপজ্জনক কাজে নতুন মাত্রা যোগ করবে। আইরোবট ১১০ ফার্স্ট লুক নামে রোবটটির চারপাশে চারটি সংযুক্ত ক্যামেরা থাকায় এটি সহজেই চারদিকের গতিবিধি দেখতে পারবে। এছাড়া দ্বিপার্শ্বিক যোগাযোগের জন্য শব্দ ব্যবস্থা রয়েছে এতে। ফলে এটি যে কোনো প্রতিকূলতা এড়াতেও পারবে, এমনকি সিঁড়িও টপকাবে। কিন্তু যা একে অন্য সব রোবট থেকে আলাদা করেছে, তাহল বিপজ্জনক কাজে পারদর্শিতা। মাত্র পাঁচ পাউন্ড ওজনের জলরোধক রোবটটি ১৬ ফুট উঁচু জায়গা থেকে পড়ে গেলেও কাজ সম্পাদনে সম। এমনকি ক্ষতিগ্রস্থ অবস্থায়ও রোবটটি কিছু কাজ করতে পারবে বলে দাবি করেছেন আইরোবট কতৃপক্ষ।