বিজনেস সফটওয়্যার শোকেস

(প্রযুক্তি প্রতিদিন) তৈরী পোশাক শিল্পের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিজনেস সফ্ওয়্যার শোকেস’ শীর্ষক সফ্টওয়্যার প্রদর্শনী। আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারওয়ান বাজার বিডিবিএল ভবনে বেসিস মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস সফটওয়্যার শোকেস। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে কেবল গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে- আসুন, তুলনা করুন এবং বেছে নিন আপনার পছন্দের সফটওয়্যার। বেসিস বছরজুড়ে প্রায় প্রতি মাসেই এ ধরনের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতঃপূর্বে বেসিস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওপর ভিত্তি করে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। এবারের প্রদর্শনীতে ১২টি বেসিস সদস্য কোম্পানি যারা গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপণন করে থাকে তারা অংশপ্রহণ করছে। একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই বেসিসের এই নিয়মিত প্রদর্শনীর আয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে এবার স্পন্সর হিসেবে রয়েছে সিসটেক ডিজিটাল লিমিটেড এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড। প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে :www.basis.org.bd তৈরী পোশাক শিল্পের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আগ্রহী সবাইকে এ প্রদর্শনী পরিদর্শনের জন্য বেসিস আহ্বান জানাচ্ছে।