বাড়িয়ে নিন স্মার্টফোনের গতি

(প্রযুক্তি প্রতিদিন) দীর্ঘদিন ধরে আপনার পছন্দের স্মার্টফোনটি ব্যবহার করলে একটু গতি কমে যাবে সেটাই স্বাভাবিক। আপনার হাতের স্মার্টফোনটি চাইলেই আরো সচল করতে পারেন। সাধারনত স্মার্টফোনের ইন্টারনাল মেমোরির ওপর চাপ বেশি দিলে আপনার স্মার্টফোনের গতি কমে যেতে পারে। এ জন্য ফোনের ইন্টারনাল মেমোরি থেকে ছবি, এমপিথ্রি ফাইল, ভিডিও ফাইলগুলো সরিয়ে এক্সটার্নাল মেমোরিতে স্থানান্তর করে রাখতে পারেন। নিয়মিতভাবে ফার্মওয়্যার আপডেট না করলে স্মার্টফোনের গতি কমে যায়।
ভাইরাস কিংবা ম্যালওয়্যারের আক্রমণ থেকে সব সময় সতর্ক থাকতে হবে। এ জন্য স্মার্টফোনে ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করেও আপনার স্মার্টফোনের গতি বাড়াতে পারেন।