বাজেট সামনে রেখে স্থিতিশীল প্রযুক্তিপণ্যের বাজার

গতকাল ঢাকার বিভিন্ন প্রযুক্তিবাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের তেমন ভিড় নেই। বিক্রেতারা জানান ক্রেতা না থাকায় বেচাকেনা খুব একটা হয়নি। চলতি সপ্তাহে প্রযুক্তিপণ্যের দামের তেমন কোনো পরিবর্তন হয়নি। বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেয়া হলো।
প্রসেসর : ইন্টেল কোরআই-৩ (৩.৩০ গি.হা.) ১০ হাজার ৪০০ টাকা। ইন্টেল সেলেরন (১.৮ গি.হা.) দুই হাজার ৫০০; ইন্টেল কোরআই-৫ (৩.২ গি.হা.) ১৮ হাজার; কোরআই-৭ (৩.৪ গি.হা.) ২৮ হাজার টাকা। পেন্টিয়াম ডুয়াল কোর-৩ (২.৭ গি.হা.) পাঁচ হাজার; ওপেন কোরআই-৩ (৩.৮০ গি.হা.) ৯ হাজার ৭০০ টাকা।
মাদারবোর্ড : গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ চার হাজার ৯০০; জি৪১এমকমবো চার হাজার ৯০০; এইচ৬১এম পাঁচ হাজার; জিএ-জেড৬৮ এমএ ১১ হাজার ২০০ টাকা। ইন্টেল ডিজি৬১ডব্লিউভি চার হাজার ৯০০; জি৪১এম চার হাজার ৪০০ টাকা। ফক্সকনএইচ৫৫এমএক্সভি পাঁচ হাজার ২০০; জি-৪১এমএক্সই তিন হাজার ৭০০ টাকা।
র‌্যাম : ডিডিআর-৩ অ্যাপাসার ২ গি.বা. এক হাজার ২০০ টাকা। এডেটা ২ গি.বা. এক হাজার ৩৫০ টাকা। ট্রানসেন্ড ২ গি.বা. এক হাজার ৫০০ টাকা। ডিডি আর-২ ট্রানসেন্ড ২ গি.বা. দুই হাজার ৭০০ টাকা। এডেটা ৪ গি.বা. দুই হাজার ৭০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. দুই হাজার ৫০০ টাকা।
হার্ডডিস্ক ড্রাইভ : ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. পাঁচ হাজার ১০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা. পাঁচ হাজার; ১ টেরাবাইট সাত হাজার ৭০০ টাকা।
এলসিডি মনিটর : স্যামসাং ১৭ ইঞ্চি ৯ হাজার; ২৪ ইঞ্চি ২৩ হাজার ৫০০ টাকা। ফিলিপস ১৮.৫ ইঞ্চি আট হাজার ২০০ টাকা। ডেল ১৭ ইঞ্চি ৯ হাজার ১০০ টাকা। এলজি ১৮.৫ ইঞ্চি সাত হাজার ৫০০; ২০ ইঞ্চি ১০ হাজার ৭০০; আসুস ১৭ ইঞ্চি ৯ হাজার ৩০০ টাকা।
এলইডি মনিটর : স্যামসাং ১৮.৫ ইঞ্চি আট হাজার টাকা; ২৭ ইঞ্চি থ্রিডি ৬৪ হাজার টাকা।
গ্রাফিকস কার্ড : গিগাবাইট এইচডি-৬৫৭০ (১ গি.বা.) ছয় হাজার ৩০০, গিগাবাইট ৫৪৫০ (৫১২ মে.বা.) তিন হাজার টাকা। আসুস ৫১২ মে.বা. তিন হাজার টাকা। এক্সএফএক্স এইচডি৫৪৫০ (১ গি.বা.) চার হাজার টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার : স্যামসাং ২৪এক্স এক হাজার ৬০০ টাকা। আসুস ২৪এক্স এক হাজার ৮০০ টাকা। লাইট-অন ২৪এক্স এক হাজার ৭০০ টাকা।
স্পিকার : মাইক্রোল্যাব (২:১) এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) এক হাজার ৮০০ থেকে পাঁচ হাজার টাকা। এলটেক লেনসিং দুই হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকা।
পেনড্রাইভ : ট্রানসেন্ড ৪ গি.বা. ৫৫০; ৮ গি.বা. ৬০০; ১৬ গি.বা. ৯৫০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. ৫০০; ৮ গি.বা. ৬০০ টাকা। এডেটা ৪ গি.বা. ৪৫০; ১৬ গি.বা. ৯০০ টাকা। ভেরিকো ৪ গি.বা. ৪০০; ৮ গি.বা. ৬০০; ১৬ গি.বা. ৯০০ টাকা।
জিপিআরএস মডেম : মোবিডেটা ইডিজিই ১০০ইইউ দুই হাজার ৭০০; এইচএসডিপিএ ১০০এইচইউ তিন হাজার ১০০ টাকা। টেকনো টিএম০০৮ তিন হাজার ৬০০ টাকা।
টিভি কার্ড : এভারমিডিয়া ইন্টারনাল তিন হাজার ৫০; এক্সটারনাল ডব্লিউ৭ চার হাজার ৫০০ টাকা। রিয়েলভিউ এক হাজার ৭০০ টাকা। গেটমি-স্পিড এক হাজার ৭০০ টাকা।
প্রিন্টার : ক্যানন পিক্সমা এমপি-২৮৭ ছয় হাজার ১০০ টাকা; এলবিপি-৩৩০০ ১১ হাজার ৪০০। এইচপি ডি-১৪৬০ দুই হাজার ৮০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ আট হাজার টাকা। এপসন এম-১২০০ সাত হাজার ২০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬ হাজার ৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৪ (লেজার) ছয় হাজার ৯০০।
বহনযোগ্য হার্ডডিস্ক : ট্রানসেন্ড ৩২০ গি.বা. চার হাজার ৮০০; ৫০০ গি.বা. পাঁচ হাজার ২০০; ৬৪০ গি.বা. ছয় হাজার ৫০০, ১ টেরাবাইট আট হাজার টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৩২০ গি.বা. চার হাজার ৮০০; ৫০০ গি.বা. ছয় হাজার ২০০ টাকা; ১ টে.বা. আট হাজার ৫০০ টাকা।
কেসিং : স্পেস এক হাজার ৯০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। ডিলাক্স দুই হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। গিগাবাইট এক হাজার ৮০০ টাকা। মারকারি এক হাজার ৭০০ টাকা।
মাউস : এফোরটেক ৩০০ থেকে দুই হাজার ২০০ টাকা। লজিটেক ৩৫০ থেকে দুই হাজার ৭০০ টাকা। ডিজিটেক ১৫০ থেকে ২০০ টাকা।
কি-বোর্ড : ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা।
ল্যাপটপের দরদাম :
এইচপি : কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ ২.২০ গি.হা. ডুয়াল কোর বি৯৬০ প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২ হাজার টাকা। প্যাভিলিয়ন স্লিকবুক ১.৪ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০ গিগাবাইট ৩৭ হাজার টাকা। প্যাভেলিয়ন জি৪-২৩০২টিইউ, ২.৬ গি.হা. কোরআই৫ প্রসেসর, ৭৫০ গি.বা. ৫১ হাজার টাকা। প্রোবুক পি৪৭৪০এস ২.১০ গি.হা. কোরআই৭ প্রসেসর, ৭৫০ গি.বা. ৮১ হাজার টাকা।
ডেল : ইন্সপায়রন এন৩৫২১, ১.৮ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৩৮ হাজার ৫০০ টাকা। ইন্সপায়রন এন৩৫২০, ২.৪০ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪৩ হাজার টাকা। ইন্সপায়রন এন৪০৫০, ২.৪ গি.হা. কোরআই৫ প্রসেসর, ৫০০ গিগাবাইট ৫২ হাজার ৮০০ টাকা।
আসুস : এ৪৪এইচ প্রসেসর ১.৭০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. ৩০ হাজার ৫০০ টাকা। এ৪২এফ, ২.৫৩ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০গি.হা. ৩৯ হাজার টাকা। এ৪৩, ২.৪ গি.হা. কোরআই৫ প্রসেসর, ৬৪০গি.বা. ৪৭ হাজার টাকা।
এসার : অ্যাস্পায়ার ভি৩-৪৭১, ২.৪০ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪২ হাজার টাকা। অ্যাস্পায়ার৫৭৫৫, ২.৩ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৬৪০ গি.বা. ৪৮ হাজার ৩০০ টাকা। অ্যাস্পায়ার৫৭৫৫, ২.৩ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৬৪০ গি.বা. ৫০ হাজার ৩০০ টাকা।
অ্যাপল : ম্যাকবুক এয়ার, ১.৭ গি.হা. কোরআই৫ প্রসেসর, ১২৮ গি.বা. এক লাখ সাত হাজার টাকা। ম্যাকবুক প্রো. ২.৫ গি.হা. কোরআই৫ প্রসেসর, ৫০০ গি.বা. এক লাখ ১৪ হাজার টাকা।
স্যামসাং : এনপি৩৫০ভি৪এক্স-এ০৫বিডি, ২.৪০ গি.হা. কোরআই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪১ হাজার ৫০০ টাকা। এনপি৫৩৫ইউ৪সি এএমডি, ২.১ গি.হা. ডুয়াল কোর ৪৪৫৫এম প্রসেসর, ৫০০ গি.বা. ৬৪ হাজার টাকা।
লেনোভো : জি৪৮০, ২.২ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. ৩২ হাজার ৩০০ টাকা। বি৪৭০, ২.৪০ গি.হা. কোরআই৫ ৭৫০ গি.বা. ৫০ হাজার টাকা।
ফুজিৎসু : এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. ৩৪ হাজার টাকা। লাইফবুক এস৬৪২০ ২.১ গি.হা. কোর টু ডুয়ো প্রসেসর, ৩২০ গি.বা. ৯২ হাজার ৫০০ টাকা।
তোশিবা : স্যাটেলাইট সি৬৪০-১০৬৪ইউ, ১.৬৫ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. ৩০ হাজার ৪০০ টাকা। এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোরআই৫ প্রসেসর, ৫০০ গি.বা. ৪৮ হাজার ৫০০ টাকা।
নেটবুকের দরদাম
এসার : অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা ২৩ হাজার ৬০০ টাকা।
আসুস : এক্স১০১সিএইচ, ৩২০ গি.বা. ২১ হাজার ৮০০ টাকা।
এইচপি : এইচপি মিনি ১১০-৪১১৭টিইউ, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৫ হাজার টাকা।
স্যামসাং : এন১০০এস, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২১ হাজার টাকা।
স্মার্টফোনের দরদাম
স্যামসাং : গ্যালাক্সি ওয়াই ডুয়োস ১৩ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি ওয়াই কালার প্লাস ১২ হাজার ৩০০ টাকা, গ্যালাক্সি ওয়াই ইয়ং ৯ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি নোট-টু ৬৫ হাজার ৫০০ টাকা, গ্যালাক্সি এস৩ ৫৫ হাজার টাকা, গ্যালাক্সি ট্যাব-টু ৩৫ হাজার টাকা, গ্যালাক্সি-এস ডুয়োস ১৯ হাজার ৫০০ টাকা, গ্যালাক্সি-এইস ১৯ হাজার ৫০০ টাকা, গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫ হাজার ৯০০ টাকা, গ্র্যান্ড ডুয়োস ৩৫ হাজার ৯০০ টাকা।
অ্যাপল : আইফোন৫ ৫৮ হাজার টাকা, আইফোন ৪এস ৪৯ হাজার ৫০০ টাকা, আইফোন৩ ৩২ হাজার টাকা।
নকিয়া : লুমিয়া৯২০ ৫২ হাজার ৫০০ টাকা, লুমিয়া৮২০ ৩৮ হাজার টাকা, এন৯ ৫২ হাজার টাকা, ৮০৮ ৫১ হাজার টাকা।
সনি এরিকসন : সনি এক্সপেরিয়া জেড ৬০ হাজার টাকা, সনি এক্সপেরিয়া আইওন-৩০ হাজার ৫০০ টাকা, সনি এক্সপেরিয়া টি ৩৩ হাজার টাকা, সনি এক্সপেরিয়া ভি ৩৫ হাজার টাকা, সনি এক্সপেরিয়া জে ১৮ হাজার ৭০০ টাকা, সনি এক্সপেরিয়া পি ২৩ হাজার টাকা, সনি এক্সপেরিয়া ইউ ১৭ হাজার টাকা, সনি আরএস ২২ হাজার ৫০০ টাকা, সনি এক্সপেরিয়া ছোলা ১৮ হাজার ৩০০ টাকা, সনি এক্সপেরিয়া নিও ১৬ হাজার ৫০০ টাকা, সনি এক্সপেরিয়া লাইভ ১৫ হাজার টাকা, সনি এক্সপেরিয়া এসএল ২৯ হাজার টাকা, এসিআরও এস ৩১ হাজার টাকা, টিক্স ৩৫ হাজার টাকা।
ব্ল্যাকবেরি : জেট১০ ৫৫ হাজার টাকা, ৯৯০০ ৪৩ হাজার টাকা, ৯৭০০ ৩৫ হাজার টাকা ৯৮০০ ৩৫ হাজার টাকা।
ওয়ালটন : প্রিমো সাত হাজার ৪৯০ টাকা, প্রিমো এফ১ ৯ হাজার ৯৯৯ টাকা, প্রিমো জি১ ১২ হাজার ৪৯০ টাকা, প্রিমো জি২ ১৩ হাজার ৫৯০ টাকা, প্রিমো আর১ ১৩ হাজার ৯৯০ টাকা।
সিম্ফোনি : ৩জি এক্সপ্লোরার ডব্লিউ৩০ ছয় হাজার ৫৯০ টাকা, ৩জি ডব্লিউ৭০ ১০ হাজার ১৯০ টাকা, এফটি৪৫ চার হাজার ৪৯০ টাকা, এফটি৩৭ চার হাজার ৯০ টাকা।
ট্যাবলেটের দরদাম
অ্যাপল : আইপ্যাড মিনি ১৬জিবি- ৪১ হাজার টাকা, ৩২জিবি ৫০ হাজার টাকা, ৬৪জিবি ৫৪ হাজার টাকা। আইপ্যাড৪-৮জিবি ৩৯ হাজার টাকা।
স্যামসাং : গ্যালাক্সি ট্যাব ৭.০ ১৬জিবি ৩৫ হাজার ৫০০ টাকা, গ্যালাক্সি নট১০.১ ৪৭ হাজার টাকা, গ্যালাক্সি ট্যাব-টু ১০.১ ১৬জিবি ৩৭ হাজার টাকা, ট্যাব২৭.০-১৬জিবি ২৯ হাজার টাকা, ট্যাব ২৭.০ ৮জিবি ২৭ হাজার টাকা, ট্যাব ১০১ ওয়াইফাই ৩২ হাজার টাকা, গ্যালাক্সি ট্যাব টু জিটি-পি৩১০০ ৩১ হাজার টাকা, গ্যালাক্সি ট্যাব টু জিটি৫১০০ ৪২ হাজার টাকা।
আসুস : নেস্যার৭ ২৩ হাজার ৯০০ টাকা, ওয়াইফাই ৩জি ৩২ হাজার ৯০০। সনি : এসজিপিটি৩ ৩৯ হাজার টাকা, এসজিপি২ ৪৯ হাজার টাকা, ট্যাবলেট পি-এসজিপিটি২ ৪৫ হাজার টাকা। লেনোভো : এ২-১০৭এ-২৪,০০০ টাকা। ফুজিৎসু : ট্যাব এম৫৩২ ৬০ হাজার ৫০০ টাকা। তোশিবা : এটি-১০০ ৪১ হাজার ৫০০ টাকা।