বাজারে এসেছে ফায়ারফক্স ওএস নির্ভর স্মার্টফোন

(প্রযুক্তি প্রতিদিন) মোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল’র অ্যান্ড্রয়েড আর অ্যাপল’র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা এনেছে ফায়ারফক্স ওএস। চলতি বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করেছে আজ থেকে। ফায়ারফক্স ওএসের অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার এবং জেডটিই ওপেন নামের নতুন দুটি স্মার্টফোন বাজারে এনেছে। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই’র হ্যান্ডসেটে যাত্রা শুরু করলো এই স্মার্টফোন।
সম্পূর্ণ ওয়েবভিত্তিক সুবিধার নতুন ওএসের এ স্মার্টফোনে কল করা, এসএমএস আদান-প্রদান, ই-মেইল, ক্যামেরাসহ সব ধরনের প্রয়োজনীয় কাজই করা যাবে। এর মধ্যে বিল্ট-ইন থাকছে ফেসবুক, টুইটার, ফায়ারফক্স ব্রাউজার ইত্যাদি। অ্যাপসের জন্য রয়েছে বিশেষ ফায়ারফক্স মার্কেটপ্লেস। এখান থেকে অ্যাপস ডাউনলোড না করেই ব্যবহার করা যাবে। ফায়ারফক্সের প্রধান পরিচালন কর্মকর্তা জয় সুলিভান বলেন, ‘ওয়েবভিত্তিক সুবিধাযুক্ত স্মার্টফোনের জন্য ফায়ারফক্স ওএস দারুণ এক অভিজ্ঞতা। আমরা নতুন এ অভিজ্ঞতা ব্যবহারকারীদের দিতে পেরে বেশ আনন্দিত।’ এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য ৬৯ ইউরো বা ৯০ ডলার। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে’র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন বাজারজাত করা হচ্ছে। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। ইউরোপের বাজারের জন্য এ ওএস-চালিত ফোন নিয়ে আসছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর।