ফলের তথ্য নিয়ে ওয়েবসাইট

(প্রযুক্তি প্রতিদিন) সবধরনের দেশীয় ফলকে সবার কাছে পরিচিত করে তোলার জন্য বাংলাদেশে প্রথমবারের মত তৈরী হয়েছে ‘বাংলাদেশের ফল পরিচিতি’ নামক একটি ওয়েবসাইট। এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের ওয়েব-বেজড রেফারেন্স টুল, যা এই সময়ের শহুরে শিশু-কিশোর এবং বড়দেরও বিভিন্ন ধরনের ফল ও তাদের গুণাগুণ সম্পর্কে ধারণা দিতে সক্ষম হচ্ছে। খুব সহজেই যে কেউ www.fruitsofbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করে বাংলাদেশের বিভন্ন ফল সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে পারবেন। এ সাইটটিতে রয়েছে জেলা অনুসারে ফলের তালিকা দেওয়া। এর ফলে যে কেউ ঘরে বসে তার জেলার আকর্ষনীয় ফল সম্পর্কে জানতে পারবেন।