প্রাইমারিতেই শিখতে হবে প্রোগ্রামিং

(প্রযুক্তি প্রতিদিন) অচিরেই ফিনল্যান্ডের প্রাথমিক স্কুলের বাচ্চাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হবে কোডিং এবং প্রোগ্রামিং। ফিনিশ ইউরোপিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার অ্যালেক্সান্ডার স্টাব জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের বেসিক প্রোগ্রামিং শেখানো দেশের উন্নয়নে কাজে আসবে।
কোডিংকে স্কুলের অন্যান্য বিষয়ের মধ্যে যোগ করাটা খুব ভালো পদক্ষেপ। এতে করে শিশুরা প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে উঠবে। শুরুতে খেলাধুলার মাধ্যমেই তাদের বিভিন্ন গ্যাজেটের ব্যবহার শেখানো হবে আর কোডিং সেসবেরই একটি। প্রাথমিক এবং মাধ্যমিক বিভাগের শিক্ষাপদ্ধতির দিক থেকে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা সবসময় নতুন নীতি প্রণয়নের চেষ্টা করি। শিক্ষার্থীদের কোডিং শেখানো সেখানে পরিবর্তন আনবে কিন্তু তার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময়ও লাগবে।
ইউরোপের দেশ এস্তোনিয়ার অনুসরণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এস্তোনিয়া গত বছর ২০টি স্কুল নিয়ে এ ধরনের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে।