পরকালে বিজ্ঞানী মাকসুদুল আলম

(প্রযুক্তি প্রতিদিন) পাটের জিন আবিষ্কারক বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের হাওয়াইতে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
১৯৫৪ সালে ফরিদপুরে জন্ম নেন মাকসুদুল আলম। রাশিয়ার মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে অণুপ্রাণবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। পরে জার্মানিতে বিখ্যাত ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পুনরায় পিএইচডি অর্জন করেন তিনি।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাওয়াইয়ের কুইন্স মেডিক্যাল সেন্টারে ভর্তি ছিলেন মাকসুদুল। এর পর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল আলমকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে। ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে বসবাস করছিলেন ড. মাকসুদুল।