নেক্সাস৫ স্মার্টফোন আনল গুগল

(প্রযুক্তি প্রতিদিন) বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ কিটক্যাট নিয়ে এল গুগল। নতুন ওএসটি অ্যান্ড্রয়েড ৪.৪ নামে পরিচিত হবে। এর পাশাপাশি নেক্সাস৫ স্মার্টফোনও উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষ ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। গুগল কতৃপক্ষ জানিয়েছে, নতুন ওএসটি তৈরি করা হয়েছে স্বল্পমূল্যের স্মার্টফোন ও ট্যাবলেটের কথা মাথায় রেখে। স্বল্পমূল্যের ডিভাইসগুলোয় র‌্যাম কম থাকায় বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হয় না। আবার ব্যবহারকারীরাও ফোনের সর্বোচ্চ মেমরির ব্যবহার করতে পারেন না। কিটক্যাটে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড সেবা চালু থাকবে না। ফলে ফিচারগুলো খুব কম মেমরি দখল করবে। কিটক্যাটের সাথেই নেক্সাস৫ স্মার্টফোন উদ্বোধন করেছে গুগল। এ ফোনে রয়েছে ৪ দশমিক ৯৫ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে করনিংয়ের গরিলা গ্লাস থ্রি। ২ দশমিক ২ গিগাহার্টজের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরচালিত হ্যান্ডসেটটির র‌্যাম ২ গিগাবাইট। ১৬ ও ৩২ গিগাবাইট দুই রকম সংস্করণে পাওয়া যাবে ফোনটি। ছবি তোলার জন্য এতে আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ১/৩.২-ইঞ্চি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার। রয়েছে এলইডি ফ্ল্যাশ। সামনের দিকে আছে ১ দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা। তথ্য আদান-প্রদান করা যাবে টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, এলই, এনএফসি ও মাইক্রোইউএসবি দ্বারা। এটির দাম পড়বে ৩৪৯ ডলার।