নমনীয় ডিসপ্লে তৈরী করবে এলজি

(প্রযুক্তি প্রতিদিন) দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি আগামী বছরের মধ্যেই নমনীয় ডিসপ্লে উৎপাদনে যাচ্ছে। এর ফলে এলজির স্মার্টফোন তৈরির দিকে আরো একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। এলজি অচিরেই তাদের তৈরি করা নমনীয় ডিসপ্লেগুলো বাজারে ছাড়বে। এতে প্রতিষ্ঠানটি কোরিয়ায় শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বাজারে ভাগ বসাবে বলে মনে করছেন বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষক। এলজি প্রথম নমনীয় ডিসপ্লে বানাতে সক্ষম হয়েছেন। ওএলইডি প্রযুক্তির এ ডিসপ্লেতে ৪ দশমিক ৫ প্রজন্মের গ্লাস কাটিং ব্যবস্থার সংমিশ্রণ রয়েছে। এলজি প্রতি মাসে প্রায় ১২ হাজারের বেশি এ ধরনের ডিসপ্লে বানাতে পারবে। ওএলইডি প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করা এ ডিসপ্লে আল্ট্রা রেজ্যুলেশন ব্যবহারে সক্ষম। তবে প্রথম দিকে নিজেদের কোনো যন্ত্রে এলজি এ ডিসপ্লে ব্যবহার করবে না বলে জানায়। ডিসপ্লেটি অন্য সেলফোন প্রতিষ্ঠানগুলোয় ব্যবহারের জন্য দেয়া হবে বলেও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। চলতি বছরের আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ট্রেড শোতে একই ধরনের ডিসপ্লে তৈরির ঘোষণা দেয় এলজির কোরিয়ান প্রতিদ্বন্দ্বী স্যামসাং। এলজির বিশেষ ধরনের ডিসপ্লে হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না বলে দাবি করেছে এলজি কতৃপক্ষ।