নতুন স্মার্টফোন কেনার আগে জেনে নিন

(প্রযুক্তি প্রতিদিন) নতুন অনেক স্মার্টফোন প্রতিনিয়ত বাজারে আসছে। আর এজন্যই স্মার্টফোন কেনা-কাটায় কোনো তড়িঘড়ি না করে একটু দেখে-শুনেই স্মার্টফোন কেনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের পরামর্শক ম্যাগি।
বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪, আইফোন ৫ ও এইচটিসি ওয়ান। কিন্তু এর পাশাপাশি আরও বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে যেগুলো কেনার কথাও ভাবা যেতে পারে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই বাজারে আসবে মটো এক্স, জি২, গ্যালাক্সি নোট, লুমিয়া ১০২০, আইফোন ৫এসের মতো নতুন স্মার্টফোন। নতুন স্মার্টফোন বাজারে এলে স্মার্টফোনের লড়াই আরও জমজমাট হবে ও ক্রেতাদের স্মার্টফোন কেনার সুবিধা বাড়বে। তাই স্মার্টফোন কেনার আগে পছন্দের ব্রান্ডের পাশাপাশি অন্য ব্রান্ডের ফোন গুলো দেখে নিতে পারেন।