নতুন সংস্করণের গুগল গ্লাস

(প্রযুক্তি প্রতিদিন) সম্প্রতি গুগল কর্তৃপক্ষ গুগল গ্লাসের পরবর্তী সংস্করণের ছবি প্রকাশ করেছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরে মাঝামাঝি সময়ে দুটি মডেলের গুগল গ্লাস বাজারে আসতে পারে। যদিও গুগল গ্লাস বাজারে আনার কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি গুগল। দুটি গ্লাসের একটি হবে সাধারণ গ্রাহকদের জন্য, আরেকটি হবে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী। নতুন সংস্করণের গুগল গ্লাসে স্পিকারের পরিবর্তে থাকবে একটি এয়ারবাড।
এ বছর গুগলের প্রথম সংস্করণের স্মার্টগ্লাস এক হাজার ব্যক্তির জন্য এক হাজার ৫০০ ডলারে পরীক্ষামূলকভাবে বাজারে ছেড়েছে গুগল। এটি দিয়ে তাৎক্ষণিকভাবে ভিডিও দেখা, ছবি তোলা ও ওয়েবসাইট দেখা যায়। গুগলের দাবি, স্মার্টফোনের প্রায় সব কাজই করা যাবে গুগল গ্লাসের মাধ্যমে। স্মার্টফোনের সঙ্গে এর মূল পার্থক্য কমান্ড দেওয়ার পদ্ধতিতে। যেখানে স্মার্টফোনে হাত দিয়ে সব কাজ করতে হয়, সেখানে গুগল গ্লাসে রয়েছে কণ্ঠস্বর প্রযুক্তি। গুগল গ্লাস হলো সাধারন চশমার মতই চশমা, তবে এর ডান কাচের ওপর একটি ছোট ডিসপ্লে স্ক্রিন রয়েছে। আর এ ডিসপ্লের মাধ্যমে আপনি নতুন দুনিয়া দেখার স্বাধ মিটাতে পারবেন।